ক্যামেরা কী? ক্যামেরার আবিষ্কারক কে?

ক্যামেরা কী? ক্যামেরার আবিষ্কারক কে?


 ক্যামেরা কি?

ক্যামেরা হচ্ছে মূলত Still Photo Capture বা Video Record করার জন্য একটি ইলেকট্রনিক যন্ত্র। প্রাচীন কাল থেকেই মানুষ শখের দৃশ্যকে ছবির মাধ্যমে সংরুক্ষন করতে চেয়েছিলো যার কারনে হয়তো বা মানুষের মধ্যে ছবি আকার প্রবণতা দেখা দেয়। এই দৃশ্যকে ছবি আকারে সংরক্ষন করার মানুষিকতাই মনে হয় এখনকার দিনের আধুনিক ক্যামেরা।

প্রথম ক্যামেরার আবিষ্কারক।

ক্যামেরার ইতিহাসের একটি মাইলফলক ছিলো ১৮২৬ সাল কেননা ঐ সালেই প্রথম বারের মতো আলোক চিত্র ধারনের কাজটি করেন  জোসেপ নাইসপোর নিপস। 

প্রথম সফল ক্যামেরার আবিষ্কারক।

জোসেপ নাইসপোর নিপস কে প্রথম ক্যামেরার আবিষ্কারক ধরা হয় এবং পরবর্তীতে তার ধারনার উপর ভিত্তি করেই চার্লেস ও ভিনসেন্ট ক্যাভেলিয়ার প্রথম সফল ক্যামেরা আবিষ্কার করতে সক্ষম হন।

প্রথম বানিজ্যিক ভিত্তিতে তৈরীকৃত ক্যামেরা।

১৮৮৫ সালে জর্জ ইস্টম্যান তার প্রথম ক্যামেরা কোডাক এর জন্য পেপার ফিল্ম উৎপাদন করেন এটিই ছিলো বানিজ্যিক ভিত্তিতে তৈরীকৃত প্রথম ক্যামেরা।

প্রথম ডিজিটাল ক্যামেরা।

১৯৯৫ সালে স্টিভেন স্যাসোন প্রথম ডিজিটাল ক্যামেরা উদ্ভাবন করেন। এরপর থেকে ক্যামেরা প্রতিনিয়ত নানাবিদ আধুনিকরনে মাধ্যমে আজকে আমাদের কাছে এই পর্যায় এসে পৌছেছে এবং প্রতিনিয়ত এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে সেটা বলাই যায়।

প্রতিনিয়ত ফিল্মেকিং কন্টেন্টের আপডেটপেতে আমাদেরকে গুগল নিউজে ফলো দিয়ে রাখুন 

Click Here

Post a Comment

Previous Post Next Post