শাটার স্পীড কি?

শাটার স্পীড কি?






















Shutter কী?


যখন আমরা কোন Image Capture করি তখন Image এর Light Reflect হয়ে Lens এর Through Camera Sensor এ পৌছায়। সাধারনত Sensor এ বেশি সময় ধরে Light প্রবেশ করলে Image সাদা ও কম সময় ধরে Light প্রবেশ করলে Image কালো হয়ে যায়। আপনার Image যাতে সাদা-কালো না হয়ে যায় সেজন্য Camerar Sensor এর সামনে একটি Mechanism দেয়া থাকে যাকে আমরা আদর করে Shutter নামে ডাকি। এই Shutter মূলত Control করে Sensor এ কী পরিমান Light কতক্ষন পর্যন্ত প্রবেশ করবে। Light Capture করা ছাড়াও Motion Capture এ Shutter উদ্দীপকের ন্যায় গুরুত্বপূর্ণ ও অপরিসীম ভূমিকা পালন করে।

Shutter কিভাবে কাজ করে ?

আমরা যখন কোন Image Capture করি তখন ক্যামেরার Shutter উপরে উঠে যায় এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত Sensor এ আলো প্রবেশ করার পর Shutter পুনরায় নিচে নেমে যায়। এই প্রক্রিয়ায় মূলত Shutter কাজ করে থাকে। তবে Photography ও Videography এর ক্ষেত্রে আপনার দুটি ভিন্ন জিনিস লক্ষ্য করবেন Photography এর সময় আপনারা Shutter পড়ার Sound শুনতে পারবেন কিন্ত Videography এর সময় এমন কিছুই শুনতে পারবেন না। এর কারন হলো Photo Capture এর সময় Mechanical Shutter ব্যবহার করা হয়। অপর দিকে Video এর ক্ষেত্রে যেহেতু অনেক বেশি  Shutter ব্যবহার করতে হয়  তাই তখন Mechanical Shutter আর ব্যবহার করা যায় না তখন Electronic Shutter ব্যবহার করতে হয়।

Shutter Speed কী

আমরা পূর্বে আলোচনা করেছি যে  Image Capture এর সময় Shutter উপরে উঠে ও নিচে নামে। এই উপরে ওঠা থেকে নিচে নামার গতিকে বোঝানোর জন্য Shutter Speed শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। Shutter Speed কে Fraction of second বা Second এর ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা হয়। আপনারা Filmmaking এর ক্ষেত্রে প্রায়ই শুনে থাকবেন এত Shutter Speed,ততো Shutter  Speed উদাহরন স্বরুপ ধরা যাক 50 Shutter Speed এর মানে হলো ১ সেকেন্ডে ৫০ ভাগের ১ ভাগ। অর্থাৎ ক্যামারাতে 50 Shutter Speed Set করে দিলে Sensor এ প্রতি সেকেন্ড ৫০ ভাগের ১ ভাগ আলো প্রবেশ করতে পারবে।

Shutter Video তে কিভাবে Contribute করে

 দুই ভাবে,
  ১. Exposer এ।
  ২. Motion Blur এ।

আপনি যত Slow Shutter Speed এ Video Record  করবেন ততো বেশি সময় ধরে ক্যামেরায় আলো প্রবেশ করবে ফলে ততো বেশি Frame Over Expose হতে থাকবে এবং অনেক Motion Blur Capture হবে। অন্যদিকে আপনি যত Fast Shutter Speed এ Video Record করবেন ততো কম সময় ধরে ক্যামেরায় আলো প্রবেশ করবে ফলে Frame Under Expose হবে এবং Motion Blur Capture হবেনা।

কত Shutter Speed এ Shoot করা উচিত ?

180° Shutter Rules অনুযায়ি Frame Rate এর ডাবল Shutter Speed রাখতে হবে।
  • 24 FPS > Shutter Speed 1/48
  • 25 FPS > Shutter Speed 1/50 
  • 30 FPS > Shutter Speed 1/60
  • 60 FPS  > Shutter Speed 1/120
  • 100 FPS> Shutter Speed 1/200
  • 120 FPS> Shutter Speed 1/240

আপনি যদি 24 FPS এ Shoot করে থাকেন তাহলে আপনার Shutter Speed হতে হবে 1/48 এভাবে আপনার  Frame Rate এর ডাবল Shutter Speed রাখতে হবে যেমনঃ

এখানে বলে রাখি  সাধারন Consumer ক্যামেরাতে 1/48 Shutter Select করার অপশন নাই। তাই আপনারা এক্ষেত্রে 1/50 Shutter Speed Select করতে পারেন।

উপসংহার

তো এইছিল Shutter এর সব Initial বিষয়বস্তু But Filmmaking is art, You can use Shutter as an artist. Shutter use করে কীভাবে বিভিন্ন Effect Create করা যায় Like Slow Shutter দিয়ে কিভাবে Dramatic Effect Create করবেন বা Fast Shutter দিয়ে কীভাবে Hyper Realistic Video বানাবেন তা নিয়ে অন্য আরেকদিন আলোচনা হবে।

প্রতিনিয়ত ফিল্মেকিং কন্টেন্টের আপডেটপেতে আমাদেরকে গুগল নিউজে ফলো দিয়ে রাখুন 

Click Here

Post a Comment

Previous Post Next Post