50mm Prime Lens কেনো এতো বেশি জনপ্রিয়?

50mm Prime Lens কেনো এতো বেশি জনপ্রিয়?

 

আমার মতো অনেকেই আছেন যারা প্রথম ক্যামেরা কেনার সময়ে লেন্স নির্বাচনের সময় ৫০মিমি এর প্রাইম লেন্স নির্বাচন করে ছিলেন। আমার এখনও মনে আছে, আমি যখন ২০২০ সালে আমার প্রথম ক্যমেরা কিনি তখন তখন লেন্স হিসাবে বেছে নিয়ে ছিলাম Yongnuo 50mm Prime Lens যেটি এখনো আমি ব্যবহার করছি। যাইহোক আমরা এবার আমাদের মূল আলোচনায় ফেরৎ আসি। প্রাইম লেন্স মানে হলো ফিক্স ফোকাল লেন্থের লেন্স অর্থাৎ 50mm Prime Lens এর মানে হলো এর ফোকাল দূরত্ব ৫০মিমি সব চেয়ে জনপ্রিয় দুটি 50mm Prime Lens হলো Canon 50mm Prime Lens Yongnuo 50mm Prime Lens। আমাদের দেশে (বাংলাদেশে) ৫০মিমি প্রাইম লেন্স এত বেশি জনপ্রিয় হবার ৫টি কারন নিচে ব্যাখ্যা করা হলো।

 . 50mm Prime Lens দামে সস্তা

50mm Prime Lens এর কার্যকরী গুনের সাথে তুলনা করলে এটা বেশ সস্তাই বলা চলে কেননা বাজারে বিভিন্ন ব্রান্ডের ভিন্ন ভিন্ন ফোকাল লেন্থ  পার্রচারে অজস্র লেন্স আছে। আমরা যদি সেগুলার সাথে ৫০মিমি প্রাইম লেন্সের তুলনা করি তাহলে দামে আকাশ-পাতাল ব্যবধান লক্ষ্য করা যাবে। একটা উদাহরণ দেই। যেখানে ইয়ংনুও 50মিমি প্রাইম লেন্সের ক্যানন ৫০মিমি প্রাইম লেন্সের দাম ,৫০০ টাকা থেকে শুরু করে ১৩,০০০ টাকায় পাওয়া যায় সেখানে সিগমা ১৮-৩৫মিমি এর একটা লেন্সের দাম ৫৫,০০০ টাকা।

 ২. পোর্ট্রেট ফটোগ্রাফি

পোর্ট্রেট ফটোগ্রাফি মানেই যেনো ব্যকগ্রাউন্ড ব্লার চাই। 50mm Prime Lens এর Aperture হলো F.8 যার কারনে ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ব্লার করা যায়। আপনার মাথায় যদি Aperture F1.8  এই টেকনিক্যাল টার্ম দুটি ঘুরপাক খায় তাহলে আমি আপনাকে পরামর্শ দিবো আমার এপার্চার নিয়ে লেখা ব্লগটি পড়ার জন্য। যাইহোক লেন্সের পার্রচার এর মান যতো কম হবে ততো বেশি ব্লার করা যাবে।যেহেতু ৫০মিমি প্রাইম লেন্সের এপার্রচারের মান . যা অনেক কম ফলে অনেক বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার পাওয়া যায়। তাই পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য এটি একটি আদর্শ লেন্স।

৩. কম আলোতে ফটোগ্রাফি 

আগেই বলেছি ৫০মিমি প্রাইম লেন্সের পার্রচার এফ . যার কারনে কম আলোতেও ভালো ছবি তোলা যায়। এর অবশ্য বিশেষ কারনও রয়েছে। কারন লেন্সের পার্রচার যতো কমানো যাবে, ততো লেন্স দিয়ে বেশি আলো প্রবেশ করতে পারবে ফলে লো-লাইটেও ভালো ছবি তোলা যাবে। তাই রাতে অথবা যেখানে আলো তুলনা মূলক কম সেখানেও এই লেন্স দিয়ে সুন্দর সুন্দর ছবি তোলা যাবে।

 . AF/MF বাটন

AF মানে হলো Auto Focus এবং MF মানে হলো Menual Focus সচরাচর সব লেন্সেই মেনুয়ইয়্যাল ফোকাস থাকলে অটো ফোকাস কিন্ত সব লেন্সে থাকেনা। এতো কম বাজেটের লেন্স হওয়া সত্বেও ৫০মিমি প্রাইম লেন্সে অটো ফোকাস থাকায় এই লেন্সিটির চাহিদা আরো বেশি বাড়িয়ে দিয়েছে।

৫. একাধিক ক্যামেরায় ব্যবহারের সুবিধা

৫০মিমি প্রাইম লেন্স EF Mount এর হওয়ায় এটি EF EFS উভয় মাউন্টের ক্যমারাতে ব্যবহার করা যায়। এছাড়াও এটি Crop Sensor Camera এবং Full Sensor Camera তে ব্যবহার করা যায় বিধায় এটি বহু বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। সাধারনত এমনিতেই আমাদের দেশে ক্যাননের ব্যবহারকারি বেশি তার উপর এই লেন্সটি বহুমুখী ব্যবহার করতে পারায় এটির চাহিদা  জনপ্রিয়তা ব্যাপক বাড়িয়ে দিয়েছে।

 উপসংহার

আপনি যদি ফটোগ্রাফি/ভিডিওগ্রাফিতে নতুন হয়ে থাকনে বা আপনি যদি শখের বসে ক্যামেরা কিনে থাকেন তাহলে আমি আপনাকে পরামর্শ দিবো ৫০মিমি প্রাইম লেন্স কেনার জন্য। ৫০মিমি প্রাইম লেন্স হলো এমন একটি লেন্স যেটি কম দামে আপনার প্রায় সব রকমের কাজ সম্পাদন করতে সক্ষম। আপনি যদি এমন কোন লেন্স খুজে থাকেন যেটি দিয়ে আপনি মোটামুটি সব কাজ করতে পারবেন তাহলে এই লেন্স হতে পারে আপনার সেরা পছন্দ। 

এই ব্লগ পরে যদি ভালো লাগে তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ব্লগ পড়ে দেখতে পারেন। আপনার কোন মন্তব্য অথবা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের ব্লগ পোস্ট করার সাথে সাথে পেতে গুগল নিউজে ফলো দিয়ে রাখুন।

Click Here


Post a Comment

Previous Post Next Post