Canon 600D Camera এর আদ্যোপান্ত

Canon 600D Camera এর আদ্যোপান্ত

canon 600d

Canon EOS 600D Camera হচ্ছে ১৮ মেগা পিক্সেলের ক্যাননের তুমুল জনপ্রিয় একটি সিঙ্গেল লেন্স রিফ্লেক্সনের ক্যামেরা মডেল যা ফেব্রুয়ারী ২০১১ সালে প্রকাশ করা হয়। ক্যানন সাধানত তাদের একই ক্যামেরা বিভিন্ন দেশের মার্কেটে ভিন্ন ভিন্ন নামে বাজার জাত করে। এরই ধারাবাহিকতায় ক্যানন ৬০০ ডি ক্যামেরা জাপানের বাজারে Kiss X5 এবং আমেরিকার বাজারে Rebel T3i নামে পরিচিত। এই ক্যামেরাতে ১০৮০পিক্সেলের ইঞ্চি রোটেশনাল এলসিডি ডিস্প্লে আছে ফলে একক ভাবে কেউ যদি ভিডিওগ্রাফি করে তার জন্য এটি একটি সুবিধা বটে। ক্যামেরাটির ন্যাটিভ রেজ্যুলুশন ৫১৮৪x৩৪৫৬ এবং এর পিক্সেল সাইজ ১৮.µm²

ক্যানন ৬০০ডি ক্যামেরাতে যে সকল বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছেঃ

১৮ এমপি এপিএস-সি সিএমওএস সেন্সরঃ 

এটিতে এপিএস-সি আকারের, ১৮-মেগাপিক্সেল সিএমওএস সেন্সর রয়েছে যা বিশদ এবং স্পষ্টতার সাথে চিত্র গ্রহনে সহযোগিতা করবে।

আইএসও সেন্সিটিভিটি ১০০-৬৪০০ঃ

এই ক্যামেরার আইএসও রেঞ্জ ১০০-৬৪০০ যা ১২,৮০০ পর্যন্ত বর্ধিত করা যায়। যার ফলে স্বল্প-আলোতেও শুট করার সুবিধা পাওয়া যাবে।

১৪-বিট ইমেজ প্রসেসিংঃ

ক্যানন ৬০০ ডিতে ১৪-বিটের ডিজিক প্রসেসর ব্যবহার করা হয়েছে। যা ভালো কালার প্রডিউস, স্মুথ টোন নয়েস কন্ট্রোল করতে বেশ কার্যকর।

সিন ইন্টেলিজেন্ট অটো মোডঃ

সিন ইন্টেলিজেন্ট অটো মোড প্রতিটি দৃশ্য বিস্তারিতভাবে বিশ্লেষণ করে আপনার হয়ে সঠিক ক্যামেরা সেটিং নির্ধারন করে দেয়, যা আপনাকে গুরুত্বপূর্ণ সময় বাচিয়ে আপনার ফটোগ্রাফিতে মনোনিবেশ করার সুযোগ করে দেয়।

অন-স্ক্রীন ফিচার গাইডঃ

ক্যামেরাটির অন-স্ক্রিন ফিচার গাইড অনেকগুলি ফাংশনের বিবরণ সরবরাহ করে এবং এর পাশাপাশি কীভাবে সেগুলি ব্যবহার করতে হয় সে সম্পর্কে পরামর্শ দেয়।

-পয়েন্ট ওয়াইড এড়িয়া এএফ এবং আইএফসিএল মিটারিংঃ

নয়টি এএফ পয়েন্ট সহ একটি কেন্দ্রীয় ক্রস-টাইপ সেন্সরে ছড়ানো রয়েছে যা অফ-সেন্টারের সাবজেক্টেও একুরেট ফোকাস করে। ৬৩-জোন আইএফসিএল মিটারিং নির্দিষ্ট সময় পরপর সঠিক এক্সপোজার নিশ্চিত করে।

বেসিক+

বেসিক+ প্রযুক্তি ফটোগ্রাফারদের আলোর পরিস্থিতি বা পরিবেশ অনুযায়ী বেসিক অটো সেটিংস কাস্টমাইজ করতে দেয়।

বিল্ট-ইন ওয়্যারলেস ফ্ল্যাশ কন্ট্রোলঃ

এটিতে ইন্টিগ্রিটেড ওয়্যারলেস স্পিডলাইট ফ্ল্যাশ কন্ট্রোলার দেয়া আছে যার সহজ ওয়্যারলেস টেকনোলজি অতিরিক্ত এক্সেসোরিজ এর প্রয়োজন ছাড়াই অফ-ক্যামেরা টিটিএল ফ্ল্যাশ করতে দেয়।

সমস্ত ইফ এবং ইফ-এস লেন্সের সাথে ব্যবহার করার সুবিধাঃ

ক্যানন ৬০০ডি ক্যমেরা ইফ এবং ইফ-এস উভয় মাউন্টের লেন্সই সাপোর্ট করে। 

ক্যানন ৬০০ডিতে ফটোগ্রাফাররা যে সুবিধা পাবেন।

ক্যানন ৬০০ডি ক্যামেরায় প্রায় ১৭২ টার মতো লেন্স সাপোর্ট করে। কাজেই এটি দিয়ে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, ফুড, স্ট্রীট, ম্যাক্রো, ন্যাচারাল হিস্টোরি, স্পোর্টস সহ আরো বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করা যাবে। এছাড়াও এটি জেপিজি ফরমেটের পাশাপাশি রও তে শুট করার সুবিধা দিয়ে থাকে। এটি দিয়ে কন্টিনিউয়াস শট নিতে পারবেন।

ক্যানন ৬০০ডিতে ভিডিওগ্রাফাররা যে সুবিধা পাবেন।

ক্যানন ৬০০ডি ভিডিওগ্রাফির জন্য বাজেট ক্যামেরা বলা চলে কেননা এটিতে বিগেইনার ভিডিওগ্রাফির জন্য যা যা লাগে তার সবটাই এই ক্যামেরাতে পাবেন। ক্যানন ৬০০ডিতে এনটিএফসি এবং পাল উভয় ফরমেটই সমর্থন করে। 

আপনি এনটিএফসি ফরমেটে ১০৮০ পিক্সেল রেজুলেশনে ৩০ ২৪ এফপিএস এবং ৭২০ পিক্সেল রেজুলেশনে ৫০ এফপিএস শুট করতে পারবেন।

এছাড়াও আপনি পাল ফর্মেটে ১০৮০ পিক্সেপ রেজুলেশনে ২৫ ২৪ এফপিএস এবং ৭২০ পিক্সেল রেজুলেশনে ৫০ এফপিএসে শুট করার অপশন পাবেন। 

ক্যানন ৬০০ডি তে সাউন্ড রেকর্ড করার জন্য .৫মিমি এর এক্সটার্নাল মাইক্রোফোন পোর্ট রয়েছে যা আপনাকে ভালো মানের সাউন্ড রেকর্ড করতে সাহায্য করবে।

স্পেসিফিকেশন

Image Sensor

Type

22.3 x 14.9mm CMOS

Effective Pixels

Approx. 18.0 megapixels

Total Pixels

Approx. 18.7 megapixels

Low-Pass Filter

Built-in/Fixed

Sensor Cleaning

EOS integrated cleaning system

 

Image Processor

Type

DIGIC 4

 

Lens

Lens Mount

EF/EF-S

Focal Length

Equivalent to 1.6x the focal length of the lens

 

Focusing

Type

TTL-CT-SIR with a CMOS sensor

AF Modes

AI Focus,One Shot, AI Servo

 

Manual Focus

Selected on lens, default in Live View Mode

 

Exposure Control

Metering Modes

TTL full aperture metering with 63-zone SPC

ISO Sensitivity

AUTO (100-6400), 100-6400 Expandable to H (approx 12800) in 1-stop increments

 

Shutter

Type

Electronically-controlled focal-plane shutter

Speed

30-1/4000 sec (1/2 or 1/3 stop increments), Bulb (Total shutter speed range. Available range varies by shooting mode)

 

White Balance

Type

Auto white balance with the imaging sensor

Settings

AWB, Daylight, Shade, Cloudy, Tungsten, White Fluorescent light, Flash, Custom.

 

 

LCD Monitor

Type

Vari angle 7.7cm (3.0") 3:2 Clear View TFT, approx. 1040K dots

Viewing Angle (Horizontally/Vertically)

Approx 170°

Coating

Dual Anti-reflection, anti smudge

Brightness Adjustment

Adjustable to one of seven levels

 

Shooting

Modes

Scene Intelligent Auto, No Flash, Creative Auto, Portrait, Landscape, Close-up, Sports, Night Portrait, Movie, Program AE , Shutter priority AE, Aperture priority AE, Manual, A-DEP

Picture Styles

Auto, Standard, Portrait, Landscape, Neutral, Faithful, Monochrome, User Defined (x3)

Color Space

sRGB and Adobe RGB

Image Processing

Highlight Tone Priority

Auto Lighting Optimizer (4 settings)

Long exposure noise reduction

High ISO speed noise reduction (4 settings)

Auto Correction of Lens Peripheral illumination

Basic+ (Shoot by ambience selection, Shoot by lighting or scene type)

Creative filters (Grainy B/W, Soft focus, Toy camera, Miniature effect, Fish-eye) - during image Playback only

 

Drive Modes

Single, Continuous, Self timer (2s, 10s+remote, 10s + continuous shots 2-10)

Continuous Shooting

Max. Approx. 3.7fps for approx. 34 JPEG images¹³, 6 images RAW²³

 

File Type

Still Image Type

JPEG: Fine, Normal (Exif 2.30 compliant) / Design rule for Camera File system (2.0),

RAW: RAW (14bit, Canon original RAW 2nd edition),

Digital Print Order Format [DPOF] Version 1.1 compliant

 

RAW+JPEG Simultaneous Recording

Yes, RAW + Large JPEG

 

EOS Movie

Movie Type

MOV (Video: H.264, Sound: Linear PCM)

Movie Size

1920 x 1080 (29.97, 25, 23.976 fps)

1280 x 720 (59.94, 50 fps)

640 x 480 (30, 25 fps)

 

Movie Length

Max duration 29min 59sec, Max file size 4GB

 

Other Features

Histogram

Brightness: Yes

RGB: Yes

 

Menu Languages

25 Languages

English, German, French, Dutch, Danish, Portuguese, Finnish, Italian, Norwegian, Swedish, Spanish, Greek, Russian, Polish, Czech, Hungarian, Romanian, Ukrainian, Turkish, Arabic, Thai, Simplified Chinese, Traditional Chinese, Korean and Japanese

 

Firmware Update

Update possible by the user

Computer

Hi-Speed USB

Storage

 

SD card, SDHC card or SDXC card

 

Power Source

Batteries

1 x Rechargeable Li-ion Battery LP-E8

Battery Life

Approx. 440 (at 23°C, AE 50%, FE 50%)¹

Approx. 400 (at 0°C, AE 50%, FE 50%)

 

Battery Indicator

4 levels

Power Saving

Power turns off after 30sec or 1, 2, 4, 8 or 15mins.

Power Supply & Battery Chargers

AC Adapter Kit ACK-E8, Battery charger LC-E8, LC-E8E

 

Physical Specifications

Body Materials

Stainless Steel and polycarbonate resin with conductive fiber

Operating Environment

0 – 40 °C, 85% or less humidity

Dimensions (W x H x D)

133.1 x 99.5 x 79.7 mm

Weight (Body Only)

Approx. 570g (CIPA testing standard, including battery and memory card)

Power Supply & Battery Chargers

AC Adapter Kit ACK-E8, Battery charger LC-E8, LC-E8E


উপসংহার

যদি আপনার বাজেট কম থাকে এবং আপনি ছবি তোলার পাশাপাশি টুকটাক ভিডিওগ্রাফি করতে চান তাহলে এই ক্যামেরা আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন। টেকনিক্যাল ইমেইজ প্রেস অ্যাসোসিয়েশান বাটিপাএবং দ্য ইউরোপিয়ান ইমেইজিং অ্যান্ড সাউন্ড অ্যাসোসিয়েসান এর ২০১১-২০১২ সেরা এন্ট্রি লেভেল ক্যামেরার জন্য অ্যাওয়ার্ডে পেয়েছে ক্যানন ৬০০ডি। তাই এটি যে বাজেটের মধ্যে অন্যতম সেরা এন্ট্রি লেভেল ক্যামেরা তা নির্দিধায় বলে দেয়া যায়। ক্যামেরাটির দাম এখন ২০ হাজার টাকার আশেপাশে তবে আপডেটেড দাম জানতে পাঠকদের ইন্টারনেটে সার্চ দেয়ার জন্য অনুরোধ করা হলো।
আমাদের পোস্ট করা নতুন ব্লগ মিস করতে না চাইলে আমাদের কে গুগক নিউজে ফলো দিয়ে রাখুন।

Post a Comment

Previous Post Next Post