বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেসব ভাইরাল ডান্সিং ভিডিও দেখছেন, এই সকল ভাইরাল ভিডিও তৈরী করা হয়েছে Viggle Ai দিয়ে। অনেকে এই ধরণের ভিডিও বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউস ও ফলোয়ার পাচ্ছে। আপনিও আপনার ফটো দ্বারা মোবাইল বা পিসি দিয়ে সহজেই তৈরী করতে পারবেন এই ধরণের ভিডিও।
কীভাবে তৈরী করবেন
তার জন্য সকল তথ্য ও বিস্তারিত ভাবে বর্ননা রয়েছে এই ব্লগে। অসংখ্য Prompt ও Template রয়েছে যেগুলো সহজেই ব্যবহার করে
তৈরী করতে পারবেন এরকম ভাইরাল ভিএফএক্স এর ভিডিও।
আসুন জেনে নেই কিভাবে ধাপে ধাপে Viggle Ai (ভিগল এআই) দিয়ে
ভাইরাল ভিডিও তৈরী করবেন।
১ম ধাপ
আপনি যদি স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে প্রথমেই আপনাকে প্লে স্টোর থেকে Discord App Download করতে হবে। প্লে স্টোরে গিয়ে Discord লিখে সার্চ দিলে পেয়ে যাবেন অথবা নিচের লিংকে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন। Install করার পর ফোন নাম্বার অথবা জিমেইল একাউন্ট দিবেন এবং নাম্বারে বা জিমেইল এ যাওয়ার পর কোড দিয়ে একাউন্ট ক্রিয়েট করা সম্পন্ন করবেন।
Click here to download Discord App |
পিসি(পারসোনাল কম্পিউটার) বা ল্যপটপ ব্যবহার করলে
Discord App Download না করে Discord
Website Server থেকেও একি উপায়ে একাউন্ট করতে পারেন।
- Discord Server- https://discord.com/servers
২য় ধাপ
এখন আপনি Chrome Browser এ গিয়ে Viggle Ai লিখে সার্চ দিলে ওয়েবসাইটটি পেয়ে যাবেন। অথবা নিচে Viggle Ai Website এর লিঙ্ক দেয়া আছে:
- Viggle Ai Website – https://viggle.ai/
ওয়েবসাইটে প্রবেশ করার পর Prompt For
Discord একটি অপশন দেখতে পাবেন। এটিতে ক্লিক করবেন এখান থেকে আপনি বিভিন্ন ভিডিও তৈরীর Prompt দেখতে পাবেন। আপনার প্রয়োজন অনুযায়ী Prompt গুলো কপি করতে পারেন। বর্তামানে যেহেতু স্টেজ ডান্সের ভিডিও ট্রেন্ডিংয়ে রয়েছে এখানে সেটির Prompt রয়েছে এখান থেকে কপি করতে পারেন।
- Stage Dancing
Video Prompt👉 $lil_yachty_stage_entrance
আপনার পছন্দ অনুযায়ী Prompt কপি করা হলে ব্যাক দিয়ে Join The Beta-Discord- এই অপশনে ক্লিক করুন। তখন সরাসরি Discord App নিয়ে যাবে এবং Accept invite এটা শো করবে। এটি Accept করবেন। এখান থেকেই আপনাকে ভিডিওটি তৈরী করতে হবে। Discord এ নিয়ে আসার পর Viggle Ai এর ইন্টারফেস দেখতে পাবেন যেটি হবে নিচে ফটোর মতো।
#Animate 1.2.3.4.... এগুলো মধ্যে যেকোনো একটিতে জয়েন হোন। জয়েন হওয়ার পর Discord এর মেসেজ অপশন দেখতে পাবেন।
Discord এর মেসেজ অপশনে টাইপ করবেন (/)স্লেশ এবং এরপরে Animated Image এর প্রথম অপশনটি সিলেক্ট করুন। এরপর আপনার ফটো Upload করার অপশন শো করবে। অবশ্যই একটি ফুল ফটো দিতে হবে হাফ ফটো দিলে ভিডিও ঠিকমতো তৈরী করতে পারবেন না। আপনি চাইলে আপনার নিজের বা অন্য যে কারো ফটো দিতে পারেন।
পরের স্টেপ-ফটো আপলোড করার পর যে Prompt কপি করেছিলেন সেটি সেটি Motion prompt এ গিয়ে Past করবেন।
Background অপশনে ক্লিক করলে ৩ টি অপশন দেখতে পাবেন সেখান থেকে From Template অপশন সিলেক্ট করবেন। এরপর On-Off দুটি অপশন শো করবেন আপনি On অপশন সিলেক্ট করবেন।
এখন মেসেজ সেন্ট করবেন এর আগে একটি বিষয় গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে। এটি পাবলিক প্লাটফর্ম হওয়ায় একসাথে প্রতিনিয়ত শত শত ভিডিও তৈরী হচ্ছে। আপনি যখন মেসেজ সেন্ট করবেন তখন টাইম এর দিকে মিনিট সহ লক্ষ্য রাখবেন। যেমন ১১ টা ৫ এ যদি আপনি মেসেজ সেন্ট করেন তাহলে ভিডিও তৈরী করতে ৩-৪ মিনিট সময় নিবে। ৩ থেকে ৪ মিনিট পর যখন চেক করবেন তখন ইতিমধ্যে আরো অনেকে ভিডিও তৈরীর রিকুয়েষ্ট পাঠানো হয়েছে। আপনি উপরের দিকে স্ক্রল করে ১১:০৪ আপনার টাইমও User Name খুজবেন। আপনার টাইমে যতগুলো মেসেজ গিয়েছে সেগুলোর মধ্যে আপনার ভিডিওটি খুজে পাবেন। তখন ভিডিওতে ক্লিক করে ভিডিওটি সেভ করে ফেলবেন।
তো এই ছিলো বর্তমানে ব্যাপক ভাইরাল ড্যান্স ভিডিও তথা Viggle Ai নিয়ে লেখা ব্লগ। ব্লগের কোন অংশ বুজতে সমস্যা হলে বা কোন প্রশ্ন থাকলে আমাদের কে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আপনাদের সুবিধার্থে নিচে কিছু FAQ (Frequently
Asked Questions) যুক্ত করে দেয়া হলো।
FAQ
Viggle Ai কি?
Viggle Ai হলো একটি ফ্রি Artificial intelligence Tool যেটির মাধ্যমে VFX ও Annimation তৈরী করা যায়।
কিভাবে Viggle Ai Access করতে পারব?
Discoed Server এর মাধ্যমে আপনি Viggle Ai Use করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত উপরে ব্যাখ্যা করা হয়েছে।
Viggle Ai এর বৈশিষ্ট্য কি কি?
১) ক্যারেক্টার নিয়ন্ত্রণ: যেকোনো চরিত্রের মুভমেন্ট সহ নিখুত ভাবে ভিডিও তৈরী করতে পারে। ২) Ai Powered Animation: মোশন প্রোম্পট বা কাস্টম প্রোম্পট কমান্ডের সাহায্যে স্তির চিত্র দিয়ে ক্যারেক্টারগুলো অ্যনিমেট করতে পারে। ৩)সহজ ইন্টারফেস: Viggle Ai ভিডিও তৈরী করার জন্য ইউজার ফ্রেন্ডলি প্লাটফর্ম। যাদের কাছে তেমন অ্যনিমেশন তৈরী করার অভিজ্ঞতা নেই তারাও Discord এর সাহয্যে এটি ব্যবহার করতে পারবে।