Canon 500D DSLR Camera হলো একটি DSLR ক্যামেরা। এটি একটি মিড রেঞ্জের ক্যামেরা এই ডিজিটাল এসএলআর ক্যামেরাটি ২০০৯ সালের ২৫শে মার্চ বাজারে আসে। এই ক্যামেরাটি মার্কেটে আসার পর থেকে সকল ভিডিও নির্মাতা এবং ফটোগ্রাফারদের মাঝে ক্যামেরাটি জনপ্রিয় হয়ে ওঠে।
এই ক্যামেরাটির উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য হলোঃ
এটি ১৫.১ মেগাপিক্সেল এর ডিএসএলআর ক্যামেরা।এটিতে CMOS সেন্সর এবং প্রসেসের হিসেবে DIGIC 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও ক্যানন ৫০০ ডি ক্যামেরা এর LCD 3 ইঞ্চি স্ক্রিন রয়েছে। LCD এই ডিসপ্লেতে রয়েছে 920000 Dots রেজলিউশন হাই কোয়ালিটি ফটো এবং 1080p মানের ভিডিও কোয়ালিটিতে শুট করা যাবে। এছাড়াও এই ক্যামেরাটি তে ক্রস টাইপ 9 পয়েন্ট অটো ফোকাস (AF) সিস্টেম রয়েছে।
Canon 500D সম্পর্কে জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর:
১) What is the price of Canon 500D in Bangladesh?
ক্যানন ৫০০ ডি ক্যামেরার অনলাইন মার্কেটের প্রাইস 22 হাজার থেকে 30 হাজার পর্যন্ত।
২) Canon 500D তে অটো ফোকাস আছে?
হ্যাঁ এটিতে ক্রস টাইপ ৯ পয়েন্ট AF সিস্টেম বা অটোফোকাস সিস্টেম রয়েছে।
৩) ক্যানন ৫০০ডি এর প্রসেসর কি?
Canon 500D ক্যামেরা এর প্রসেসর হল DIGIC 4 এটি চতুর্থ প্রজন্মের ইমেজ প্রসেসিং ইঞ্জিন। এটি Canon 500D-এর 15.1 মেগাপিক্সেল CMOS সেন্সর এর থেকে ইমেজ প্রসেসিং করতে ব্যবহৃত হয়।
৪) Can Canon 500d Connect to Wi-Fi?
হ্যাঁ, এটি Wi-Fi এর সাথে সংযোগ করা যাবে।
৫) Canon 500D 4k?
না, Canon 500D 4k Camera নয়। তবে Canon 500D ক্যামেরা দিয়ে আপনি সম্পূর্ণ HD ১০৮০পি রেজুলেশনে ভিডিও করতে পারবেন।
৬) Canon 500D 4k?
না, Canon 500D 4k Camera নয়। তবে Canon 500D ক্যামেরা দিয়ে আপনি সম্পূর্ণ HD ১০৮০পি রেজুলেশনে ভিডিও করতে পারবেন।
৭) ক্যানন ৫০০ডি ভিডিও তৈরীর জন্য কতটুকু ভালো?
ক্যানন ৫০০ডি ভিডিওর জন্য মোটামুটি লেভেলের ক্যামেরা। আপনার বাজেট যদি কম থাকে, তাহলে ক্যামেরাটি নিতে পারেন অন্যথায় বাজেট বাড়িয়ে আরেকটু ভালো মানের ক্যামেরা দিকে আগানো উচিৎ হবে।