Canon EOS 750D ক্যামেরাটি বাজেট ক্যামেরা হিসাবে কেমন সেসব খুটিনাটি সকল বিষয় জানানোর চেষ্টা করব এই ব্লগে। ক্যানন 750 ডি DSLR ক্যামেরার এই ব্লগটি সম্পূর্ণ পড়লে Canon 750D সম্পর্কে একটি বিস্তর আইডিয়া পাবেন এবং এই ক্যামেরাটি কিনলে কি সুবিধা পাবেন, তা জানাবার চেষ্টা করব।
যেহেতু আপনি এই ব্লগটি পড়ছেন নিশ্চয়ই আপনি ক্যামেরটির বৈশিষ্ট্য সম্পর্কে বা এটির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাচ্ছেন প্রথমে এর বৈশিষ্ট্য বা ফিচার্স গুলো বলছি।
★প্রথমেই বলি এটির টাচ স্ক্রীন সম্পর্কে
এটিতে তিন ইঞ্চি ভ্যারি-অ্যাঙ্গেল LCD স্ক্রিন রয়েছে যেটি আপনি ঘুরাতে পারবেন এবং যারা একা একা ভিডিও করেন। তারা স্ক্রিনটি ঘুরিয়ে স্ক্রিন দেখে ভিডিও করতে পারবেন এবং ক্যামেরাটি নিয়ন্ত্রণ করতে পারবেন। ক্যামেরার বাটন না টিপে টাচ স্ক্রীনের অপশনের মাধ্যমে যেকোনো সেটিং করতে পারবেন।
আরেকটি বিষয় বলে রাখি। যদি আপনি 700D কেনা নিয়ে চিন্তায় থাকেন তাহলে আপনি একটু বাজেট বাড়িয়ে 750 ডি ক্যামেরাটি নিতে পারেন। কারণ একটু বাজেট কমানোর জন্য যদি 700d নিয়ে থাকেন তাহলে ৭০০ডি ক্যামেরাটি তে আপনি টাচস্ক্রিন Display এবং অটো ফোকাস ফিচার্সটি পাবেন না।
★750D ক্যামেরার অটো ফোকাস সিস্টেম
এই ক্যামেরাটিতে ম্যানুয়াল ফোকাস এবং অটো ফোকাস দুটোই রয়েছে। Canon 750d DSLR ক্যামেরাটির অটো ফোকাস সিস্টেম খুবই স্মুথ। এই ক্যামেরাটি তে 19 পয়েন্ট AF বা অটো ফোকাস সিস্টেম রয়েছে। টাচস্ক্রিন Display হওয়ায় অটোফোকাস সিস্টেমটি আপনার যে দৃশ্যে বা যে বস্তুর উপর প্রয়োজন সেখানে ক্লিক করলেই সেই অংশে অটো ফোকাস পয়েন্ট গুলো থাকবে।
★ISO এবং প্রসেসর
এই ক্যামেরাটি তে ডিজিক ৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটির আই এস ও রয়েছে ১০০ থেকে ১২৮০০ পর্যন্ত (অতিরিক্ত ২৫৬০০ পর্যন্ত বাড়ানো যাবে)। যখন আপনি লো-লাইটে শ্যুট করবেন তখন ISO একটু বাড়িয়ে দিতে পারেন। ফলে অন্ধকার বা লো-লাইটেও ক্লিয়ার ফুটেজ পাবেন।
★Canon 750D দিয়ে ইমেজ ও ভিডিও রেকর্ডিং
এই ক্যামেরা দিয়ে কেমন ভিডিও বা ফটো তোলা যাবে এটি জিজ্ঞেস করার আগে, আপনি যদি ফটো বা ভিডিও রেকর্ড করতে জানেন তাহলে এই ক্যামেরা দিয়ে নাটক সিনেমার মতো ফটো বা ভিডিও তৈরি করা সম্ভব। তাই এই ক্যামেরা দিয়ে ফটো বা ভিডিও কেমন হবে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এটি দিয়ে Full HD 1080p Mode a 60/50/40/30/25fps Rates এ Video করতে পারবেন।
নতুন হিসেবেও ব্যবহার করতে তেমন অসুবিধে হবে না। কারণ এটি নতুন ক্রেতাদের জন্য আরো ভালো এবং এটিতে সহজেই ব্যবহারযোগ্য স্বয়ংক্রিয় শুটিং মোড রয়েছে। নতুন অবস্থায় ইউটিউব দেখে বিভিন্ন সেটিং Apply করে বা সেটিং ঘাটাঘাটি করে আপনার সৃজনশীলতা প্রকাশ করতে পারেন। যদি পূর্বের অভিজ্ঞতা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই।
★ক্যানন 750ডি ওয়াইফাই/NFC
এই ক্যামেরাটিতে ওয়াইফাই ও NFC ((নিয়ার ফিল্ড কমিউনিকেশন) সিস্টেম রয়েছে। WIFI এর মাধ্যমে সহজেই ইমেজ বা ভিডিও ফাইল ট্রান্সফার করতে পারবেন।
উপসংহার
Canon EOS 750D ক্যামেরাটি সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি উপরের তথ্যগুলো একটু হলেও আপনাকে ক্যামেরা কিনতে বা ক্যামেরা সম্পর্কে জানতে সাহায্য করেছে।
FAQs
১. Canon 750D Price In Bangladesh
Canon EOS 750D Camera এর বর্তমান মূল্য 18-55mm Kit Lens সহ ৪৪-৪৮ হাজার টাকা।
২. Canon 750D release date
Canon EOS 750 DSLR Camera ২০১৫ সালের ফেব্রুয়ারীতে বাজারে আসে।
৩. ক্যানন 750ডি অটো ফোকাস আছে?
ক্যানন 750ডি ক্যামেরাটিতে ম্যানুয়াল ফোকাস এবং অটো ফোকাস দুটোই রয়েছে।
৪. ক্যানন 750 ডি ক্যামেরাতে টাচ স্ক্রিন আছে?
Canon 750ডি ক্যামেরাটি তে LCD টাচ স্ক্রিন Display রয়েছে।
৫. ক্যানন 750ডি ওয়াইফাই আছে?
এই ক্যামেরাটিতে ওয়াই-ফাই বা এন এফ সি সিস্টেম রয়েছে যেটির মাধ্যমে সহজেই ফাইল ট্রান্সফার করতে পারবেন।