© iQOO |
বর্তমান স্মার্টফোন বাজারে হাই-মিডরেন্জ বাজেটে কম্পিটিশন বেড়েই চলেছে, সেই কম্পিটিশনে নতুন করে যুক্ত হয়েছে iQOO, আগস্ট মাস ২০২৪ এ তারা তাদের s সিরিজের নতুন ২ টি ফোন বাজারে আনে, iQOO Z9s 5G এবং iQOO Z9s Pro। দামের মধ্যে সেরা পারফরমেন্সের প্রতিশ্রুতি নিয়ে আসা এই ফোন ২টি ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে। আজকের এই পোস্টে আমরা iQOO Z9s 5G সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করার চেষ্টা করবো।
ডিজাইন ও ডিসপ্লে:
iQOO Z9s 5G এর ডিজাইন অত্যন্ত প্রিমিয়াম, যা হাতে নিলেই টের পাওয়া যায়। এটিতে ব্যবহার করা হয়েছে ৬.৭৭ ইঞ্চির ফুল HD+ Curved ডিসপ্লে। যা আসে ১২০ হার্জের রিফ্রেশ রেট এবং ১৮০০ NITS পিক ব্রাইটনেস এর সাথে, পাশাপাশি এই ডিসপ্লে 1B ( ১ বিলিয়োন) কালার সাপোর্টেড। ১ বিলিয়ন কালার সাপোর্টেড হওয়ায় এটিতে কন্টেন্ট ওয়াচিং আরাম দায়ক হওয়ার কথা, পাশা পাশি ১২০ হার্জের রিফ্রেশ রেট থাকায় স্ক্রোলিংয়ে এক্সট্রা মজা পাবেন বলেই আশা করা যায়।
ক্যামেরা পারফরমেন্স:
iQOO Z9s 5G-তে রয়েছে ডাবল ক্যামেরা সেটআপ । ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি রয়েছে ২ মেগাপিক্সেলের একটি সহকারী সেন্সর এবং ফোনটির সামনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফুল লাইটিং কন্ডিশনে ক্যামেরা গুলো থেকে ভালো ডিটেইল আর প্রাণবন্ত ছবি পাওয়া গেলেও, লো-লাইট কন্ডিশনে ছবি গুলো অনেকটা সেচুরেটেড হতে দেখা যায়। ক্যামেরাটি দিয়ে 4k 30FPS এবং 1080p 60 FPS এ ভিডিও রেকর্ড সম্ভব, তবে এর অটো ফোকাস সব সময় ঠিক ভাবে কাজ করে না।
প্রসেসর ও পারফরমেন্স:
iQOO Z9s 5G-তে রয়েছে Mediatek Dimensity 7300 (4nm) প্রসেসর, যা আপনার প্রতিদিনের টাস্ক এবং মাঝারি গেমিং উভয়ের জন্যই যথেষ্ট। ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR4 এর RAM। iQOO Z9s 5Gস্টোরেজের ক্ষেত্রে ৩টি ভ্যারিয়েসনে আসে, ৮ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ। এবং iQOO Z9s 5G রান করছে Funtouch OS 14। এতে আলাদা ভাবে কোনো মেমোরি ব্যবহারের সুযোগ থাকছে না।
ব্যাটারি ও চার্জিং:
৬৩৮৩ রয়েছে ৫৫০০mAh বড় ব্যাটারি পুরো দিনের জন্য যথেষ্ট। সাথে রয়েছে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং এর সুবিধা। ফোনটিকে 0 টু 100 চার্জ করতে ১ ঘন্টা ২০/২৫ মিনিটের মতো সময় প্রয়োজন হয়, যা অনেক ফাস্ট না হলেও সন্তুষ্ট জনক।
মূল্য:
বাংলাদেশে iQOO Z9s 5G এর ৮/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৯,০০০-৩০,০০০ টাকার মধ্যে, যা এই স্পেসিফিকেশন অনুযায়ী অনেক ভালো না হলোও বেশ আকর্ষণীয়।
শেষ কথা:
iQOO Z9s 5G হচ্ছে এমন একটি ফোন, যা মধ্যম বাজেটের মধ্যে মোটামুটি শক্তিশালী পারফরমেন্স আর প্রিমিয়াম সব ফিচার অফার করছে। সাধারণ ইউজারদের জন্য ফোনটি দারুণ চয়েস হলেও গেমারদের জন্য এটি সেরা পছন্দ নাও হতে পারে। এটিতে লো এবং মিডিয়াম গ্রাফিক্সে মোটামুটি ভালো গেমিং পারফর্মেন্স পাওয়া গেলেও হাই গ্রাফিক্সে কিছুটা ভোগাতে পারে। পাশাপাশি এই বাজেটে ফোনটিতে একটি আলট্রা ওইয়াইড শুটার দেওয়া উচিত ছিলো, যা এই ফোনটিতে মিসিং রয়েছে। তবে ডিসপ্লে, ব্যাটারি এবং অভারওল পার্ফমেন্স এর বিবেচনায় ফোনটি হতাশ জনক না মোটেও।