Final Cut Pro হলো অ্যাপেলের তৈরী, ম্যাক ইউজারদের জন্য প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার। অ্যাপেলের নিজস্ব প্রডাক্ট হওয়ায়, এটি অ্যাপেলের ডিভাইসের হার্ডওয়্যার এর সাথে ভালো ভাবে অপ্টিমাইজড হয়। ফলে অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যার এর তুলনায় Final Cut Pro অ্যাপেলের ডিভাইসে ভালো পারফর্ম করে। Final Cut Pro প্রথম লঞ্চ করা হয়ে ছিলো দীর্ঘ ২৫ বছর আগে ১৯৯৯ সালে। এটি মূলত Macromedia Inc. দ্বারা তৈরি করা হয়েছিল এবং পরে Apple Inc. এটিকে অধিগ্রহণ করে। এরপর নানা বিদ সংস্কারের মাধ্যমে ২০১১ সালে Final Cut X লঞ্ছ করা হয়। এরপর প্রায় দীর্ঘ ১৩ বছর পরে, ১৩ আগস্ট ২০২৪ সালে Final Cut Pro 11 লঞ্চ করা হয়। চলুন জেনে আসা যাক Final Cut Pro এর এই নতুন এই সংস্করণে, আগের সব কথিত ফিচার এর পাশাপাশি নতুন কি নিয়ে এসেছে অ্যাপেল।
ম্যাগনেটিক মাস্ক:
ম্যাগনেটিক মাস্ক হচ্ছে, সাবজেক্ট, অবজেক্ট কিংবা যেকোন ধরনের শেপ কে ব্যাকগ্রাউন্ড থেকে পৃথকীকরণের জন্য একটি AI-Powered মাস্কিং টুল। যা আগের ট্রেডিশনাল রোটস্কপিং টেকনিক এর আধুনিক সংস্করন। এটি Machin Learning এর মাধ্যমে Automatically সাবজেক্ট কে অনুসরণ করে ক্লিপ থেকে আলাদা করতে পারে, ফলে আগের ট্রেডিশনাল মেথডের তুলনায় ম্যাগনেটিক মাস্কিং একটা টাইম সেভিং সলিউশন বটে।
ট্রান্সক্রাইব টু ক্যাপশন:
এই ফিচার্সটি দ্রুত এবং নির্ভুলভাবে ভিডিওর জন্য ক্যাপশন জেনারেট করে দেয়। যদিও এটি ইংরেজি ভাষার জন্য উপযোগী, বাংলার ভাষার ক্ষেত্রে ফলপ্রসূ নয়। আপনি যদিও বিদেশি কোন ক্লায়েন্টের জন্য কাজ করেন এবং তখন যদি ক্যাপশন বা সাবটাইটেল নিয়ে কাজ করা লাগে, তখন চাইলে এই ফিচারটি ব্যবহার করতে পারেন।
স্পটিয়াল ভিডিও এডিটিং:
এটি 3D ভিডিও ইম্পোর্ট, এডিটিং এবং এক্সপোর্ট করার একটি ফিচার যা মূলত 3D ভিডিও অপ্টিমাইজড ডিভাইস যেমন Apple Vision Pro এর জন্য বানানো হয়। আপনি যদি 3D ভিডিও নিয়ে কাজ করেন, তখন এই ফিচারটি কাজে দেবে।
B-Raw সাপোর্ট:
এটি হচ্ছে Black Magic এর উচ্চ মানের একটি ভিডিও ফরম্যাট যা ডিটেইল হারানো ব্যাতিত ইমেজের ডেটা সংরক্ষণ করে রাখে। আপনি Final Cut Pro 11 এ এখন থেকে সরাসরি B-Raw ফরম্যাটে শুট করা ভিডিও ইম্পোর্ট করে এডিট করতে পারবেন।
এছাড়াও Final Cut Pro এর নতুন সংস্করণ, Final Cut Pro 11 এ কীবোর্ড শর্টকাট, দ্রুতগতির পার্ফরমেন্স, অ্যাপেলের ডিভাইসে বেটার ইন্টিগ্রেশন, হাই ফ্রেম রেটের টাইমলাইন সাপোর্ট সহ বেশ কিছু উল্লেখযোগ্য আপডেট আনা হয়েছে, যা এর ব্যবহারকারীদের জন্য একটা ভালো দিক। তারা এখন তাদের এডিটিং জার্নি আরেকটু স্বাচ্ছন্দে উপভোগ করতে পারবে।