Exposure Triangle কি? এবং কিভাবে ব্যবহার করে?

Exposure Triangle কি? এবং কিভাবে ব্যবহার করে?


Exposure Triangle কি?

আমাদের পূর্বের তিনটি ব্লগের আlলোচনার টপিক ছিলো ISO, Shutter এবং Aperture। এদের মধ্যে একটি কমন বিষয় হচ্ছে ক্যামেরার এই তিনটি প্যারামিটারই তাদের নিজস্ব Activty এর মাধ্যমে ক্যামেরা এক্সপোজ করে থাকে এবং এই তিনটি প্যারামিটারকে একত্রে এক্সপোজার ট্রায়াঙ্গেল বলে। অর্থাৎ এক্সপোজার ট্রায়াঙ্গেল কিন্তু ক্যমারার মৌলিক কোন প্যারামিটার না। Iso, Shutter Speed এবং Aperture হতে আমরা যে এক্সপোজার পাই তার কম্বিনেশন কেই মূলত এক্সপোজার ট্রায়াঙ্গেল বলে। তাই এক্সপোজার ট্রায়াঙ্গেল কি বুজতে হলে আমাদের প্রথমে  ISO, Shutter Speed এবং Aperture কি এবং কিভাবে কাজ করে তা ভালো ভাবে বুজতে হবে। যদিও এই বিষয়গুলোর উপর আমাদের ওয়েবসাইটে আলাদা ৩টি ব্লগ ্লেখা আছে তাও আজকের টপিক্স বোঝানর জন্য বিষয়গুলা নিয়ে সংক্ষেপে আলোচনা করা হবে।

প্রথমে ISO নিয়ে কথা বলা যাক 


ISO কি?

ISO এর Full Form International Organization for Standardization হলেও ISO বলতে Image Sensitivity কে বুঝায়। অর্থাৎ ক্যামেরার সেন্সরে আলো প্রবেশ করার পর আলো ঠিক কতটুকু সংবেদনশিল হবে তা নির্নয় করাই হলো ISO এর কাজ। ISO সাধারনত ইমেজকে Digitally Exposed করে থাকে।

Exposure Triangle ISO এর Impact:

ধরেন আপনি একটি ভিডও শুট করবেন এখন ভিডিওর ধরন অনুযায়ী Aperture এবং শাটার স্পীড সেট করে নিলেন। আপনি কিন্ত Already Exposure Triangle এর ২টা প্যারামিটার ব্যবহার করে ফেলেছেন এখন আপনার Image টি Exposed করার জন্য Triangle ১টি প্যারামিটার বাকি আছে সেটি হলো ISO

আপনার ভিডিওর ধরন অনুযায়ী Aperture এবং Shutter Speed সেট করার পর আপনার Image টি Properly Exposed করার জন্য ISO’র ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনার প্রয়োজন মতো ISO বাড়িয়ে অথবা কমিয়ে Image এর Exposure Properly Balance করে নিতে পারেন।  

এবার কথা বালা যাক Shutter Speed নিয়ে


Shutter Speed কি?

Shutter হলো ক্যমেরা সেন্সরের সামনে থাকা একটি Mechanism যেটি ওঠা নামার গতিকে শাটার স্পীড বলা হয়। Shutter মূলত ইমেজে Motion Blur সহ এক্সপোজার প্রধান করে থাকে।

Exposure Triangle এ Shutter Speed এর Impact:

ধরেন আপনি এমন একটি ইমেজ ক্যাপচার করবেন যেখানে শাটার খুব একটা ম্যাটার করেনা, Aperture হলো Main Property এরকম অবস্থায় আপনি চাইলে Image কে Properly Exposed করার জন্য Shutter কে ব্যহার করতে পারেন। ধরেন আামি একটি Video Capture করব যেখানে Shallow Depth Of Field ব্যবহার করা হবে। এক্ষেত্রে Aperture Shallow Depth Of Field এর জন্য Set করে নিলাম এবং ISO Lighting Condition এর উপর Base করে সেট করে নিলাম। এবারও কিন্ত আমরা  Exposure Triangle এর ২টি প্যারামিটার ব্যবহার করে ফেলেছি। এক্ষেত্রে Exposure Balance করার জন্য বাকি থাকলো আর ১টি প্যারামিটার সেটি হলো Shutter Speed। অর্থাৎ শাটার স্পীড বাড়িয়ে কমিয়ে এবার চাইলে আমি ফ্রেমটি Properly Exposed করে নিতে পারি।

এবার কথা বলা যাক Exposure Triangle এর Last Parameter, Aperture নিয়ে।


Aperture কি?

Aperture এর মানে হলো গর্ত বা ছিদ্র এবং মজার ব্যপার হলো এটি ক্যমারার কোন Mechanism না। এই মহাশয়ের স্থান লেন্সে। এটি লেন্সের অগ্রভাগে থাকা একটি Mechanism যেটি বড় ছোট হওয়ার মাধ্যমে ফ্রেমে Exposure দেয়ার পাশাপাশি Bluriness দিয়ে থাকে যেটিকে Filmmaking এর ভাষায় Depth OF Field বল হয়।

Exposure Triangle এ Aperture এর Impact:

ধরেন আপনি এমন একটি Image Capture করতে চান যেখানে শটার হচ্ছে Main Priority 

অর্থাৎ আপনি হয়ত Fast Shutter ব্যবহার করে Fast Moving কোন সাবজেক্ট কে ক্যাপচার করতে চান। এক্ষেত্রে আপনার প্রয়োজন মত শাটার সেট করে নিলেন এবং লাইটিং কন্ডিশুনের উপর বেজ করে ISO সেট করে নিলেন। বরারবরের ন্যায় এবারও কিন্ত আমরা Exeposure Triangle এর ২টি প্যারামিটার ব্যবহার করে ফেলেছি । Exposure Balance করার জন্য বাকি থাকল আর মাত্র একটি প্যারামিটার, Yes Aperture

Aperture বড়-ছোট করার মাধ্যমে আমরা চাইলে আমাদের ইমেজটির এক্সপোজার ব্যালেন্স করে নিতে পারি।

তাহলে আমরা আমাদের কাঙ্খিত Fash Shutter এর Image টি ক্যাপচার করতে পারবো


উপসংহার

তো এই ছিলো Exposure Triangle এর বিষয় বস্তু। আমি জানি আজকের ব্লগে Exposure Triangle এর সবগুলা Angel Cover করা হয়নি। আসলে এক্সপোজার ট্রায়াঙ্গেলের সবগুলা এঙ্গেল একটা ব্লগে কাভার করা সম্ভবও না কেননা Exposure Triangle মৌলিক কোন বস্তুনা। ISO, Shutter Speed এবং Aperture সম্মন্ধে ধারনা থাকলে আপনি আরো ভালোভাবে এক্সপোজার ট্রায়াঙ্গেল মিয়ে খেলা করতে পারবেন। তাই আমি রেকমন্ড করব আমার পূর্বের করা ISO,Shutter Speed, ও Aperture এর ব্লগ গুলো পড়ার জন্য।

এতক্ষন ধৈর্য ধরে সম্পুর্ন ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ।


প্রতিনিয়ত ফিল্মেকিং কন্টেন্টের আপডেটপেতে আমাদেরকে গুগল নিউজে ফলো দিয়ে রাখুন

Click Here


إرسال تعليق

أحدث أقدم