Sony A6400 Camera এর আদ্যোপান্ত

Sony A6400 Camera এর আদ্যোপান্ত


sony a6400 price in bangladesh

Sony A6400 হলো APS-C সেন্সরের মিররলেস ক্যামেরা। এটি ২০১৯ সালে ১৫ জানুয়ারী বাজারে আসে। ক্যামেরাটি Sony A6300 ক্যামেরার একাটি আপডেটেড মডেল। Sony A6400 একটি মিড রেঞ্জের ক্যামেরা যা ভ্লগারদের টার্গেট করে বানানো হয়েছে। এর লাইট-ওয়েট বডি, সুন্দর মিনিমালিস্টিক ডিজাইন এবং এর ফ্লিপ-আপ স্ক্রিন সহজেই যেকোনো ভ্লগারকে আকর্ষন করার জন্য যথেষ্ট। এর ফলাফল সরুপ দেশি-বিদেশি অনেক জনপ্রিয় ভ্লগারকে সনির এ৬৪০০ ক্যমেরাটি ব্যবহার করতে দেখা যায়। ক্যমেরাটিতে ২৪ মেঘা পিক্সেলের সেন্সর দেয়া আছে যা আপনাকে ভালো মানের ভিডিও কোয়ালিটি দেয়ার পাশাপাশি ভালো মানের ছবি ক্যাপচারেও ভুমিকা রাখবে। সনি তাদের আপডেটেড ক্যামেরা মডেল A6500 একই মেঘা পিক্সেলের সেন্সর ব্যবহার করেছে। এর থেকে বোঝা যায় সনি ভবিষ্যতের কথা মাথায় রেখে কন্টেন্ট ক্রিয়টরদের জন্য সনি A6400 ক্যমেরায় বেশ পাওয়ারফুল সেন্সর ব্যবহার করেছে। যারা অপটিক্যাল ভিউ ফাইন্ডার দিয়ে ফটো তুলতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে ওলেড অপ্টিক্যাল ভিউ ফাইন্ডার। এছাড়াও Sony A6400 Camera যে এডভান্স একটি ক্যমেরা তা ক্যামেরাটির ফিচার যেমন এনিমেল আই ট্র্যাকিং, তৎকালীন সময়ের ফাস্টেস্ট অটো ফোকাস ইত্যাদি ফিচার গুলো থেকেই বোঝা যায়।

বক্সের ভেতরে যেসব জিনিস থাকবে:

  • ক্যামেরা বডি
  • ইইজার মেনুয়াল
  • ১টি ব্যাটারি
  • ১টি স্ট্রাইপ
  • ১টি ইউএসবি টু টাইপ-সি ক্যাবল
  • ১টি চার্জার এডাপ্টার
  • ৩টি তিন ধরনের চার্জার ক্যাবল

Specification

Bluetooth®

Yes (Bluetooth Standard Ver. 4.1 (2.4 GHz band))

ISO Sensitivity

100-32000 (expandable: ISO 100-102400)

Metering Mode

 

Multi-segment, Center-weighted, Spot, Spot Standard/Large, Entire Screen Avg., Highlight

Scene Selection

Portrait, Sports Action, Macro, Landscape, Sunset, Night Scene, handheld Twilight, Night Portrait, Anti-Motion Blur

Focus

Focus Area

Wide (425 points (phase-detection AF), 425 points (contrast-detection AF)) / Zone / Center / Flexible Spot (S/M/L) / Expanded Flexible Spot / Tracking ( Wide / Zone / Center / Flexible Spot (S/M/L) / Expanded Flexible Spot)

Focus Mode

AF-A (Automatic AF), AF-S (Single-shot AF), AF-C (Continuous AF), DMF (Direct Manual Focus), Manual Focus

Focus Type

Fast Hybrid AF (phase-detection AF/contrast-detection AF)

Image Sensor

Sensor Type

APS-C type (23.5 x 15.6 mm), Exmor® CMOS sensor

Aspect Ratio

3: 2

Number of Pixels (Effective)

Approx. 24.2 megapixels

Number of Pixels (total)

Approx. 25.0 megapixels

LCD Screen

Adjustable Angle

Adjustable Angle

Brightness Control

Manual (5 steps between -2 and +2), Sunny Weather mode

Display Content

Graphic Display, Display All Info, No Disp. Info, Digital Level Gauge, Histogram, For viewfinder, Monitor Off

Others

WhiteMagic, Grid Line (Rule of 3rds Grid/Square Grid/Diag. + Square Grid/Off), Movie Marker (Center/Aspect/Safety Zone/Guideframe)

Peaking MF

Yes (Level setting: High/Mid/Low/Off, Color: White/Red/Yellow/Blue)

Touch Panel

Yes (Semi touch)

Recording (still images)

14bit RAW

Yes

Color Space

sRGB standard (with sYCC gamut) and Adobe RGB standard compatible with TRILUMINOS Color

Creative Style

Standard, Vivid, Neutral, Clear, Deep, Light, Portrait, Landscape, Sunset, Night Scene, Autumn leaves, Black & White, Sepia, Style Box (1-6), (Contrast (-3 to +3 steps), Saturation (-3 to +3 steps), Sharpness (-3 to +3 steps))

Dynamic Range Functions

Off, Dynamic Range Optimizer (Auto/Level (1-5)), Auto High Dynamic Range (Auto Exposure Difference, Exposure Difference Level (1-6 EV, 1.0 EV step))

Image Quality Modes

RAW, RAW & JPEG (Extra fine, Fine, Standard), JPEG (Extra fine, Fine, Standard)

IMAGE SIZE (PIXELS) [1:1] 

L: 4000 x 4000 (16 M), M: 2832 x 2832 (8.0 M), S: 2000 x 2000 (4.0 M)

Image Size (pixels) [16:9]

L: 6000 x 3376 (20 M), M: 4240 x 2400 (10 M), S: 3008 x 1688 (5.1 M)

Image Size (pixels) [3:2]

L: 6000 x 4000 (24M), M: 4240 x 2832 (12M), S: 3008 x 2000 (6.0M)

Image Size (pixels) [Sweep Panorama]

Wide: horizontal 12,416 x 1,856 (23M), vertical 5,536 x 2,160 (12M), Standard: horizontal 8,192 x 1,856 (15M), vertical 3,872 x 2,160 (8.4M)

Recording (movie)

Audio Recording Format

XAVC S: LPCM 2ch, AVCHD: Dolby® Digital (AC-3) 2ch, Dolby® Digital Stereo Creator

Color Space

xvYCC standard (x.v.Color when connected via HDMI cable) compatible with TRILUMINOS Color

Creative Style

Standard, Vivid, Neutral, Clear, Deep, Light, Portrait, Landscape, Sunset, Night Scene, Autumn leaves, Black & White, Sepia, Style Box (1-6), (Contrast (-3 to +3 steps), Saturation (-3 to +3 steps), Sharpness (-3 to +3 steps))

HDMI OUTPUT

3840 x 2160 (30p), 3840 x 2160 (25p), 3840 x 2160 (24p), 1920 x 1080 (60p), 1920 x 1080 (60i), 1920 x 1080 (50p), 1920 x 1080 (50i), 1920 x 1080 (24p), YCbCr 4:2:2 8 bit / RGB 8 bit

Image Size (pixels), NTSC

XAVC S 4K: 3840 x 2160 (30p, 100 M), 3840 x 2160 (24p, 100 M), 3840 x 2160 (30p, 60 M), 3840 x 2160 (24p, 60 M), XAVC S HD: 1920 x 1080 (120p, 100 M), 1920 x 1080 (120p, 60 M), 1920 x 1080 (60p, 50 M), 1920 x 1080 (30p, 50 M), 1920 x 1080 (24p, 50 M), 1920 x 1080 (60p, 25 M), 1920 x 1080 (30p, 16 M), AVCHD: 1920 x 1080 (60i, 24M, FX), 1920 x 1080 (60i, 17M, FH)

Image Size (pixels), PAL

XAVC S 4K: 3840 x 2160 (25p, 100 M), 3840 x 2160 (25p, 60 M), XAVC S HD: 1920 x 1080 (100p, 100 M), 1920 x 1080 (100p, 60 M), 1920 x 1080 (50p, 50 M), 1920 x 1080 (25p, 50 M), 1920 x 1080 (50p, 25 M), 1920 x 1080 (25p, 16 M), AVCHD: 1920 x 1080 (50i, 24 M, FX), 1920 x 1080 (50i, 17 M, FH)

Movie Functions

Audio Level Display, Audio Rec Level, PAL/NTSC Selector, Proxy Recording (1280 x 720 (Approx. 9 Mbps)), TC/UB (TC Preset/UB Preset/TC Format/TC Run/TC Make/UB Time Rec), Auto Slow Shutter, REC Control, Clean HDMI Info. (ON/OFF selectable), Gamma Disp. Assist

Recording Format

XAVC S, AVCHD format Ver. 2.0 compliant

Slow & quick motion (recording frame rate & image size) 

NTSC mode: 1920 x 1080 (60p, 30p, 24p), PAL mode: 1920 x 1080 (50p, 25p)

Slow & quick motion (shooting frame rate)

 

NTSC mode: 1fps, 2fps, 4fps, 8fps, 15fps, 30fps, 60fps, 120fps, PAL mode: 1fps, 2fps, 3fps, 6fps, 12fps, 25fps, 50fps, 100fps,

Video Compression

XAVC S: MPEG-4 AVC/H.264, AVCHD: MPEG-4 AVC/H.264

Recording System

Location information Link from the smartphone

Yes

Media

 

Memory Stick PRO Duo, Memory Stick PRO-HG Duo, Memory Stick Micro (M2), SD memory card, SDHC memory card (UHS-I compliant), SDXC memory card (UHS-I compliant), microSD memory card, microSDHC memory card, microSDXC memory card

Memory Card Slot

 

Multi-slot reader for Memory Stick Duo™/SD memory card

Shutter

Electronic Front Curtain Shutter

Yes (ON/OFF)

Flash Sync. Speed

1/160 sec.

SHUTTER SPEED

Still images: 1/4000 to 30 sec, Bulb, Movies: 1/4000 to 1/4 (1/3 steps), up to 1/60 in AUTO mode (up to 1/30 in Auto slow shutter mode)

Silent Shooting

Yes (ON/OFF)

Type

Electronically controlled, vertical-traverse, focal-plane type

Size & Weight

Dimensions (W x H x D)

Approx. 120.0 mm x 66.9 mm x 59.7 mm, Approx. 120.0 mm x 66.9 mm x 49.9 mm (from grip to monitor)/Approx. 4 3/4” x 2 3/4” x 2 3/8”, Approx. 4 3/4” x 2 3/4” x 2” (from grip to monitor)

Weight (with battery and memory card included)

Approx. 14.3 oz / Approx. 403 g

Other Features

Clear Image Zoom

Still images: Approx. 2x, Movies: Approx. 1.5x (4K), Approx. 2x (HD)

Digital Zoom

Smart zoom (Still images): M: Approx. 1.4x, S: Approx. 2x, Digital zoom (Still images): L: Approx. 4x, M: Approx. 5.7x, S: Approx. 8x, Digital zoom (Movie): Approx. 4x

Face Detection

Modes: Face Priority in AF (On/Off), Face Priority in Multi Metering (On/Off), Regist. Faces Priority (On/Off), Face registration, Max. number of detectable: 8

Others

Interval Recording, Smile Shutter: Smile shutter (selectable from 3 steps), Touch Shutter, Touch Focus: Yes (Touch Focus/Touch Pad/Touch Tracking), ISO AUTO Min. SS, Bright Monitoring, Set File Name, Help guide, Area Setting, Shop Front Mode, Zoom Ring Rotate

Audio

Microphone

Built-in stereo microphone or XLR-K2M/XLR-K1M/ECM-XYST1M(sold separately)

Speaker

Built-in, monaural

Power

USB Power Supply

Yes

Supplied Battery

One rechargeable battery pack NP-FW50

Battery Life (Movie, actual recording)

Approx. 70 min (Viewfinder) / Approx. 75 min (LCD monitor) (CIPA standard)

Battery Life (Movie, continuous recording)

Approx. 125 min (Viewfinder)/Approx. 125 min (LCD monitor) (CIPA standard)

Battery Life (Still Images)

Approx. 360 shots (Viewfinder) / Approx. 410 shots (LCD monitor) (CIPA standard)

Internal Battery Charge

Yes

Lens

Lens Compatibility

Sony E-mount lenses

Lens mount

E-mount

Sony A6400 ক্যামেরাটি ফটোগ্রাফির জন্য কেমন?

ক্যামেরাটি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটরদের টার্গেট করে বানানো হয়েছে তাই এটি দিয়ে ছবি তোলা গেলেও সনি প্রফেশনাল ফটোগ্রাফির খুব একটা আয়োজন করে নাই। RAW, JPEG, RAW & JPEAG Formate ছবি তুলতে পারবেন। তবে আপনার ক্যামেরাটি কেনার উদ্দেশ্য যদি প্রফেশনাল ফটোগ্রাফি হয়ে থাকে তাহলে আমার মতে ক্যমেরাটি আপনার জন্য না।

Sony A6400 ক্যামেরাটি ভিডিওগ্রাফির জন্য কেমন?

Sony A6400 ক্যামেরাটি কন্টেন্ট ক্রিয়েটরদের টার্গেট করে বানানো হয়েছে তাই এটিতে ভিডিওগ্রাফির জন্য ভালো একটি ক্যামেরা হবে সেটাই স্বাভাবিক। এই ক্যামেরাটির তেমনি একটা ভালো দিক হলো এই ক্যামেরা দিয়ে আপনি নন-স্টপ ভিডিও রেকর্ড করতে পারবেন অর্থাৎ আপনার ব্যাটারিতে যতক্ষণ পর্যন্ত চার্জ থাকবে এবং মেমরি কার্ড যতক্ষন পর্যন্ত না ফুল হয়ে যাবে ততক্ষন পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সনি আলফা সিরিজের আগের ক্যামেরা গুলোর হিটিং ইস্যু থাকলে A6400 ক্যমেরাটিতে সেই সমস্যা থেকে কিছুটা নিস্তার পওয়া গেছে। ভিডিওগ্রাফির ক্ষেত্রে কালার সাইন্স বেশ গুরত্বপূর্ণ একটা বিষয়। যেটায় সনি বরাবরের মতই জোস, সনি A6400 ক্যামেরাটাও এর ব্যাতিক্রম নয়। সনির এই ক্যামেরাটিতে Slog2, Slog3 HLG, HLG1, HLG2, HLG3 সহ মোট আরো ১০টি কালার প্রফাইল থাকছে যা আপনাকে বাই ডিফল্ট কালার গ্রেডিং এর পাশপাশি কাস্টম কালার গ্রেডিং এর সুবিধা দেবে। আপনি ক্যামেরাটি দিয়ে 4k HD তে NTSC এবং PAL উভয় মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন বিষয়ে বিশদ বর্ননা স্পেসিফিকেশন বক্সে দেয়া আছে। ক্যামেরেটি একটা লাইট-ওয়েট ক্যামেরা যার টোটাল ওজন প্রায় ৪০৩ গ্রাম। কাজেই যারা আউটডোর ভিডিও বানান এবং এক প্রান্ত হতে আরেক প্রান্তে ছুটে বেড়ান তারা ক্যামেরাটি সহজেই বহন করতে পারবেন। আপনি যদি সলো ক্রিয়েটর হয়ে থাকেন এবং মিনিমালিস্টিক ভিডিও ওরিয়েন্টেড একটা ক্যামেরা খোঁজে থাকেন তাহলে Sony A6400 ক্যামেরাটা আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।

Sony A6400 এর কিছু খারাপ দিক

/ এই ক্যামেরার অনেক ভালো দিক থাকলেও কিছু খারাপ দিকও রয়েছে। যেমন Sony A6400 ক্যামেরায় ইন-বডি স্ট্যাবিলাইজেশন নাই। কাজেই আপনি যদি ভ্লগার হন এবং আপনার গিম্বেল না থাকে তাহলে ভিডিও অনেক শেক করবে।

/ আপনি আউটডোরে ভ্লগিং করলে অবশ্যই আপনি ভালো মানের সাউন্ড রেকর্ডিং এর জন্য এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করবেন সমস্যাটা এই জায়গায়ই। আপনি যখন মাইক হট-শু মাউন্টে লাগাবেন তখন মাইক্রোফনের কারনে ফ্লিপ-আপ স্ক্রীন ভালো ভাবে দেখা যায়না।

/ এটিতে ব্যাটারি হিসাবে থাকছে 120mAh এর লিথিয়াল ব্যাটারি যা দিয়ে ৩৫০টি স্টিল পিচকচার  প্রায় ১ ঘন্টার মতো মোশন পিকচার ক্যাপচার করতে পারবেন। যা সধারান ইউজারদের জন্য ওকে হলে কন্টেন্ট ক্রিয়েটর দের জন্য যথেষ্ট নয় ফলে আপনাকে এক্সট্রা ব্যাটারি কিনে নিতে হবে।

উপসংহার

এই ব্লগে Sony A6400 ক্যামেরার নানা দিক যেমন ফিচারস, স্পেসিফিকেশন, ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের জন্য কেমন হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। দিন শেষে আপনি ক্যমেরাটি কিনবেন কি কিনবেন না সেটি আপনার উপর নির্ভর করছে। আমরা শুধু চেষ্টা করেছি আপনার নিকট বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করতে। ক্যামেরাটির বর্তমান দাম জানতে অথবা ক্রয় করতে আপনার নিকটস্থ দোকানে যোগাযোগ অথবা গুগল সার্চ করতে পারেন।

আমরা আমাদের ওয়েবসাইটে ফিল্মেকিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এর সাথে আনুষঙ্গিক বিষয় বস্তু নিয়ে প্রতিনিয় ব্লগ পোস্ট করি। আমাদের পোস্ট করা ব্লগ মিস করতে না চাইলে আমাদেরকে গুগল নিউজে ফলো দিয়ে রাখুন।

Click Here


إرسال تعليق

أحدث أقدم