৫টি জিনিস না মানার কারনে আপনার টিকটক বা রিলস ভাইরাল হচ্ছেনা

৫টি জিনিস না মানার কারনে আপনার টিকটক বা রিলস ভাইরাল হচ্ছেনা

tiktok and instagram reels logo in smartphone with these text "viral your tiktok/reels"

আপনার কি কখনো এমনটা মনে হয়েছে যে অমুকের টিকটক বা রিলস ভাইরাল হচ্ছে কিন্ত আপনারটা কেন হচ্ছেনা? আজকের ব্লগে সেই বিষয়টি নিয়েও আলোচনা করব যে অমুকের ভিডিওতে কি এমন আছে যার কারনে তার টিকটক বা রিলস ভাইরাল হচ্ছে এবং আপনার ভিডিওতে কি করা দরকার যেটা করলে আপনার টিকটক বা রিলস ভাইরাল হবে।

/  নির্দিষ্ট নিশকে টার্গেট করে টিকটক/রিলস বানান:

আপনাকে এমন কন্টেন্ট বানাতে হবে যাতে করে একটা নির্দিষ্ট নিশের মানুষ রিলেট করতে পারে। এবং অবশ্যই তারা যেন সংখ্যায় অনেক বেশি হয়। আপনি খেয়াল করলে দেখতে পারবেন যেসব টিকটক বা রিলস ভাইরাল হচ্ছে তারা একটা নির্দিষ্ট নিশকে টার্গেট করে ভিডিও বানিয়েই ভাইরাল হচ্ছে। ধরেন আপনি ফটোগ্রাফি/ভিডিওগ্রাফি নিয়ে ভিডিও বানান এক্ষেত্রে আপনার টার্গেটেড নিশ হবে ফিল্মেকিং এতে করে ফিল্মেকিং আগ্রহী যেসব ব্যাক্তিরা আছে তারা আপনার ভিডিও দেখবে। পরবর্তীতে আপনার কন্টেন্ট ভালো লাগলে তারা আপনার কমিউনিটিতে যুক্ত হবে ফলে আপনি একটা অডিয়েন্স বেজ তৈরী করে ফেলতে পারবেন।

রিলেটেবল টিকটক/রিলস বানান:

ধরেন আপনি একজন কমেডিয়ান এখন হটাৎ আপনি এমন একটা জোক্স বললেন যে আপনার দর্শকেরা কিছু বুজলই না। তাহলে কি তারা হাসবেআপনাকে যদি আপনার দর্শককে হাসাতে হয় তাহলে এমন জোক্স বলতে হবে যাতে তারা জোক্সটা বুজতে পারে এবং রিলেট করতে পারে। ধরেন আপনি খুবই ভালো একটি টিকটক কিংবা রিলস বানালেন। কিন্তু এটা মানুষ রিলেট করতে পারলোনা। এক্ষেত্রে আপনার টিকটক কিংবা রিলস যতই ভালো হউক মানুষ দেখবেনা। তাই আপনার যারা দর্শক আছে তারা যাতে আপনার কন্টেন্ট ভালো ভাবে বুজতে পারে এবং নিজেদের সাথে রিলেট করতে পারে এরকম টিকটক/ রিলস বানাতে হবে।

রেলেভেন্ট টিকটক/রিলস বানান:

আপনি যদি রেলেভেন্ট টিকটক/রিলস বানান তাহকে আপনার কন্টেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রেলেভেন্ট কন্টেন্ট বানানোর মানে হলো সমসাময়িক যে বিষয়টি ট্রেন্ডিং আছে সে বিষয়ে ভিডিও বানানো। তবে যেকোন ট্রেন্ডিং টপিক কন্টেন্ট বানালেই হবেনা খেয়াল রাখতে হবে ট্রেন্ডটা যেন লম্বা সময় ধরে থাকে। শেষে যেন আবার এমনটা না হয় যে আপনি কন্টেন্ট বানানোর আগে ট্রেন্ড শেষ হয়ে গেলো।

প্রথম ১০ সেকেন্ডে হুক ব্যবহার করুন:

বর্শি দিয়ে মাছ ধরতে যেমন হুক ব্যবহার করা হয় তেমনি আপনার টিকটক বা রিলসেও দর্শক ধরে রাখতে হুক ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনার ভিডিওর ১০ সেকেন্ড এমন ভাবে বানাতে হবে যাতে দর্শক ১০ সেকেন্ড দেখার পর পুরো কন্টেন্ট দেখার জন্য হুক হয়ে থাকে। ভিডিওতে হুক তৈরী করতে প্রথম ১০ সেকেন্ডে আপনার পুরো কন্টেন্ট এর গুরুত্বপূর্ণ অংশ কিংবা এমন কিছু বলতে পারেন যেটা জানার জন্য দর্শকেরা আপনার সম্পুর্ন কন্টেন্ট দেখবে।

ভাইরাল সাউন্ড ব্যবহার করুন:

এটি হচ্ছে আজকের ব্লগের সর্বশেষ এবং সব চেয়ে কার্যকরী টিপস। এটির পিছনে আসলে নির্দিষ্ট কোন ব্যখা নেই তবে দেখা গেছে যেসব সাউন্ড, টিকটক কিংবা ইন্সটাগ্রামে ভাইরাল সেসব সাউন্ড দিয়ে দিয়ে ভিডিও বানালে টিকটকে ফর ইউ বা ইন্সটাগ্রামের ডিস্কোভারে চলে যায় এবং হোম পেজেও আসে। এমনটা হতে পারে ভাইরাল সাউন্ডটি যেহেতু বেশি বেশি বার শোনা হয়েছে তাই সাউন্ড দিয়ে যারা ভিডিও বানায় তাদের ভিডিও এলগোরিদম, যারা ইতিমধ্যে সাউন্ডটি একাধিক বার শুনেছে তাদের কাছে পৌছে দেয়। কারন যাইহোক আপনি আপনার কন্টেন্ট ভাইরাল করতে চাইলে এই টিপস টি অবশ্যই আপনার অনুসরণ করা উচিৎ।

উপসংহার

প্রত্যেকটা ক্রিয়েটরই চায় যে তার অন্ততো একটা ভিডিও হলেও যেন ভাইরাল হয়। আমাদের আজকের ব্লগটি লেখার উদ্দেশ্যে ছিলো, আমাদের অভিজ্ঞতার আলোকে কিছু টিপ্স আপনাদের মাঝে শেয়ার করা যেগুলো ঠিকঠাক মতো অনুসরণ করলে আপনর টিকটক কিংবা রিলস ভাইরাল হবে। আজকের ব্লগটি পড়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের টিকটক এবং ইন্সটাগ্রামে ফলো দিয়ে রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে আমরা এরকম নিত্য নতুন টিপস এবং ট্রিকস শেয়ার করি তাই চাইলে আমাদের আগের ব্লগ গুলোও পড়তে পারেন। আমাদের পোস্ট করা ব্লগ মিস করতে না চাইলে আমাদের কে গুগল নিউজে ফলো দিয়ে রাখতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে ব্লগটি পড়ে শেষ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

6 تعليقات

  1. Domain ki sale korba

    ردحذف
  2. মাশাল্লাহ খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা গুলো বলছেন

    ردحذف
    الردود
    1. ধৈর্য ধরে পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ

      حذف
  3. আমার ভিডিও ভাইরাল হচ্ছে না

    ردحذف
    الردود
    1. ব্লগ ভালো করে সম্পূর্ন পড়লে উপকৃত হবেন আশাকরি।

      حذف
أحدث أقدم