ইউটুবের নতুন ফিচারঃ থাম্বনেইল টেস্ট এবং কম্পেয়ার করুন

ইউটুবের নতুন ফিচারঃ থাম্বনেইল টেস্ট এবং কম্পেয়ার করুন

 

Test and compare three youtube thumbnail

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসেছে যেটির নাম হলো “Test and Compare “বা A/B test ও বলতে পারেন। এই ফিচর্সটির কারণে আপনি ইউটিউব এর একটি ভিডিওতে তিনটি থাম্বনেইল ইউজ করতে পারবেন। এটির মূল আকর্ষণ হলো, যে থাম্বনেইল বেশি সুন্দর বা আকর্ষণীয় ও যেটিতে ক্লিক আসার সম্ভাবনা বেশি। সেই থাম্বনেইলটি ইউটুব বেশি বেশি দর্শক কে দেখাবে। ফলে ভিউ এবং রিচ দুটোই বাড়বে। পূর্বে কনটেন্ট ক্রিয়টররা একটি ভিডিওর জন্য মূলত একটি থাম্বনেইল ব্যবহার করতে পারতেন। অনেক সময় আপনার কাছে থাম্বনেইল ভালো লাগলেও আপনার কন্টেন্ট অনুযায়ী সেই থাম্বনেইলটি অডিয়েন্স কে তেমন আকৃষ্ট করতে পারতো না। ফলে ক্লিক রেট কম থাকতো। কিন্তু ইউটিউবের এই নতুন ফিচার্সটির জন্য আপনি এখন থেকে একসাথে যে কোন ভিডিওতে তিনটি থাম্বনেইল ব্যবহার করতে পারবেন এবং এই তিনটি থাম্বনেইল মধ্যে যেটি বেস্ট পারফর্ম করবে সেটি আপনি পরবর্তীতে বাছাই করতে পারবেন। আসুন জেনে নেই আপনি কিভাবে এটি সেট করবেন এবং এটি কিভাবে কাজ করে তা ধাপে ধাপে  নিচে দেওয়া হলো।

★YouTube Studio থেকে নতুন ভিডিও আপলোড করার সময় Test and Compare এই অপশনটি দেখতে পাবেন অথবা আপনার আগের আপলোডকৃত ভিডিওতেও এই অপশন পাবেন।

test and compare feature display in youtube studio

★Youtube Studio থেকে আপনি যে ভিডিও এর থাম্বনেইল আপলোড করতে চান সেটির ডিটেইলস এ যান। সেখান থেকে থাম্বনেইল অপশনের Test & Compare অপশন সিলেক্ট করুন। এখানে একসাথে তিনটি থাম্বনেইল আপলোড দিতে পারবেন। এই তিনটির মধ্যে কোনটি বেস্ট পারফর্ম করেছে সেটি আপনি পরবর্তীতে দেখতে পাবেন। তিনটি থাম্বনেইল ফটো আপলোড করার পর সেভ করুন।

youtube test reporting showing which thumbnail to chose

★টেস্ট এন্ড কম্পেয়ার অপশনটি শুধুমাত্র লং ভিডিওর জন্য প্রযোজ্য। ভিডিও আপলোড করার সাথে সাথে টেস্ট শুরু হবে। আপনার দেওয়া থাম্বনেইল গুলো ইউটিউব দর্শকদের  সামনে শো করবে। যে  থাম্বনেইলে ক্লিক এর মাধ্যমে সবচেয়ে বেশি ওয়াচ টাইম আসছে সেটিকে Winning Thumbnail হিসেবে সিলেক্ট করবে।

আপনি যেকোনো সময় ভিডিও ডিটেলস অপশন এ গিয়ে।  ভিউ টেস্ট রিপোর্ট অপশন থেকে  দেখতে পাবেন Test টি কতটুকু সম্পন্ন হয়েছে এবং দেখতে পারবেন কোন থাম্বেনেইলটি ভালো পারফর্ম করছে। এই অপশন থেকে আপনি চাইলে টেস্ট টি বন্ধ করতে পারবেন এবং এই তিনটি থেকে যে কোন একটি ম্যানুয়ালি থাম্বনেইল হিসেবে সেট করতে পারবেন।

★আপনি যদি পরীক্ষাটি সম্পন্ন করেন তাহলে রেজাল্ট দিতে দুই থেকে তিন ঘন্টা বা সপ্তাহখানেক লাগবে এটি নির্ভর করবে থাম্বনেইল কতটুকু সিমিলার বা ডিফারেন্ট তার উপর। ডিফরেন্ট হলে পরীক্ষাটি দ্রুত শেষ হবে। পরীক্ষাটি দ্রুত শেষ হতে ভিডিওর ট্রাফিক ও থাম্বনেইল ইম্প্রেশনের উপর নির্ভর করবে।

★পরীক্ষাটি সম্পন্ন হলে Test Report এ রেজাল্ট দেখতে পাবেন-যদি ভালোভাবে গুরুত্বপূর্ণ  রেজাল্ট  পাওয়া যায়। তাহলে  থাম্বনেইল এ Winner Level দেখতে পাবেন। YouTube Winner Thumbnail টিকে ভিডিও থাম্বনেইল হিসেবে অটোমেটিক আপডেট করে দিবে।

যদি পরিসংখ্যান বিশ্লেষণ করে ভালো ফলাফল না হয় তাহলে যেই থাম্বনেইল কিছুটা ভালো পারফর্ম করেছে সেটিতে Preferred লেখা দেখাবে সেটি থাম্বনেইল হিসেবে সেট করতে পারেন। স্পষ্টভাবে কোনো বিজয়ী থাম্বনেইল না থাকলে আপলোডকৃত থাম্বনেইল এর মধ্যে প্রথম থাম্বনেইলটি YouTube দর্শকদের সামনে দেখাবে। তবে আপনি পছন্দ অনুযায়ী ম্যানুয়ালি যেকোনো থাম্বনেইল সেট করতে পারবেন।

★ আপনি চাইলে পুনরায় টেস্ট করতে পারবেন এক্ষেত্রে পূর্বের টেস্ট রেজাল্ট ডিলেট হবে।

যে ক্ষেত্রে Test & Compare অপশনটি কাজ করবে না

এটি লাইভ ভিডিওর ক্ষেত্রে এবং নির্দিষ্টভাবে Made For Kids বা For Mature Audience এর ক্ষেত্রে এই ফিচার্সটি কাজ করবে না।

উপসংহার

লং ভিডিও এর জন্য থাম্বনেইল খুবই গুরুত্বপূর্ণ। শুধু ক্লিকের জন্য নয় থাম্বনেইল মিন করে একটি ভিডিওতে কি ধরনের ইনফরমেশন থাকতে পারে তা এবং ভিডওর বিষয় বস্তু । ভুল থাম্বনেইল বা ভিডিও রিলেটেড থাম্বনেইল না থাকলে  দর্শকরা ভুল ভিডিও তে ক্লিক করে তাদের সময় নষ্ট করবে। ইউটিউবের সাজেশন হলো আপনার পুরনো কয়েকটি ভিডিওতে টেস্ট এন্ড কমপেয়ার ফিচার ব্যবহার করে দেখুন এবং পরে আপনার রিসেন্ট ভিডিওগুলোতে ব্যবহার করতে পারেন।

إرسال تعليق

أحدث أقدم