Canon 700D Camera এর আদ্যোপান্ত

Canon 700D Camera এর আদ্যোপান্ত

 

canon 700d camera dark picture

Canon EOS 700D Camera হলো ১৮ মেগাপিক্সেলের একটি ডিএসএলআর ক্যামেরা, যেটি ২০১০ সালে লঞ্চ করা হয়েছিল। ক্যানন ইওএস ৭০০ডি ক্যামেরার বৈশিষ্ট্য এবং বর্তমানে বাংলাদেশে এর বাজার মূল্য কত? এবং এই ক্যামেরা নিয়ে বিস্তারিত থাকছে এই ব্লগে।

Canon 700D ক্যমেরা এর উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য হলো:

  • Canon EOS 700D DSLR camera এর 18 মেগা পিক্সেল এর এপি এস-সিএমওএস সেন্সর রয়েছে, যেটির জন্য হাই কোয়ালিটি মানের ফটো তোলা যাবে।
  • ফুল HD 1080p ‘তে  হাই কোয়ালিটি ভিডিও শুট করতে সক্ষম। এটির ব্যবহারকারীরা বেশিরভাগই HD Mode এ ভিডিও শুট করে থাকেন।
  • এই DSLR ক্যামেরাটিতে ম্যনুয়াল এবং অটো ফোকাস দুটো সিষ্টেমই রয়েছে।
  • Canon 700D এর ডিসপ্লে হচ্ছে টাচ স্ক্রিন। এই ক্যামেরাটিতে ৩ ইঞ্চি ভ্যারি-Angel টাচস্ক্রীন এলসিডি ডিসপ্লে রয়েছে।
  • এটি লেন্স হিসেবে 18-55mm এবং 55-250mm লেন্স বান্ডেল থাকে। বেশিরভাগ ক্রেতারা 18-55mm এর লেন্সটি নিয়ে থাকেন।
  • Canon 700D ক্যামেরা এর IOS রেঞ্জ ১০০ থেকে ১২৮০০ পর্যন্ত এবং এক্সপ্যান্ডেবল হিসেবে 25600 পর্যন্ত। এজন্য কম আলোতেও উজ্জ্বল ফুটো তুলতে সক্ষম।

Cannon 700D Lenses 18-55mm/ক্যানন 700D এর জনপ্রিয় লেন্স:

Canon EOS 700D Camera এর জন্য অধিকাংশ ক্রেতারা ১৮-৫৫mm এর লেন্সটি ব্যবহার করেন। এই লেন্সটি ভালো ওয়াইড এংগেল লেন্স যেটি প্রোট্রেট, ল্যান্ডস্কেপ ও অন্যান্য সাধারণ ফটোগ্রাফির জন্য ব্যবহৃত হয়। এছাড়াও এই ক্যামেরার জন্য টেলিফটো লেন্স ও সুপার টেলিফটো লেন্স এর জনপ্রিয়তা রয়েছে। এই লেন্স গুলো দিয়ে মূলত দূরের বস্তুর ফটো তোলার কাজে ব্যবহার করা হয়।

FAQ-Canon 700D নিয়ে জিজ্ঞেসিত প্রশ্নের উত্তর:

১) Canon 700D price in Bangladesh-ক্যনন ৭০০ডি প্রাইস

Canon 700D EOS DSLR Camera এর বডি এবং ১৮-৫৫mm লেন্স সহ প্রাইস ৪০ হাজার থেকে ৪৫ হাজার হবে।

২) Cannon 700D Lens Price

18-55mm এই লেন্স এর প্রাইস ৪ থেকে ৭ হাজার হবে।

৩) Canon 700D Camera কত সালের মডেল?

Canon EOS 700D Camera টি ২০১০ সালে লঞ্চ করা হয়। লঞ্চ করার পর থেকে এশিয়ার মধ্যে কম বাজেটের ক্যামেরার হিসেবে জনপ্রিয় হয়ে উঠে।

৪) Canon 700d কত মেগাপিক্সেলের ক্যামেরা?

ক্যানন ৭০০ডি ক্যামেরাটি ১৮ মেগাপিক্সেল সেন্সর রয়েছে।

৫) ক্যানন ৭০০ডি ক্যামেরাতে টাচ স্ক্রীন আছে?

Canon 700d ক্যামেরাতে৩ ইঞ্চি ভ্যারি-অ্যাংগেল টাচ স্ক্রিন রয়েছে।

إرسال تعليق

أحدث أقدم