অবশেষে Apple iPhone 16 লঞ্চ হয়ে গেলো। iPhone 16 সিরিজের চারটি ভ্যারিয়েন্ট রয়েছে। iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max এগুলোর মধ্যেই আইফোন সিক্সটিন প্রো এবং প্রো ম্যাক্স নিয়েই ক্রেতাদের মধ্যে বেশি আগ্রহ থাকে।
iPhone 16 Pro/Max এ নতুন
কি আপডেট আসছে সেগুলো কিছুটা জানানোর চেষ্টা করব। তার
চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটির প্রাইস। এটির
সম্ভাব্য প্রাইস কেমন হতে পারে সেই বিষয়ে আইডিয়া দেওয়ার চেষ্টা করব।
iPhone
16 এবং iPhone 16 Plus (128 Gb) মডেলের
সম্ভাব্য প্রাইস ১ লক্ষ ১০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার হতে পারে এবং স্টোরেজ অনুযায়ী
এটি প্রাইস বাড়তে পারে। এবার জেনে
নিন আইফোন iPhone 16 Pro এবং iPhone
16 Pro Max ফোনের দাম।
iPhone
16 Pro ফোনের (128GB মডেল)
এর দাম 1,19,900 টাকা থেকে শুরু এবং iPhone 16 Pro Max ফোনের
সম্ভাব্য প্রাথমিক দাম (256GB মডেল)
1,44,900 টাকা।
ইতিমধ্যে 13 সেপ্টেম্বর থেকে iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max ফোনের প্রিঅর্ডার শুরু হয়েছে এবং শোরুম বা অনলাইনে সেল শুরু হবে আগামী 20 সেপ্টেম্বর ২০২৪ থেকে।
স্টোরেজ/ Storage |
iPhone
16 Pro এর
দাম |
iPhone
16 Pro Max এর
দাম |
128GB |
1,19,900
টাকা |
NA |
256GB |
1,29,900
টাকা |
1,44,900
টাকা |
512GB |
1,49,900
টাকা |
1,64,900
টাকা |
1TB |
1,69,900
টাকা |
1,84,900
টাকা |
নতুন আপডেট কি কি থাকছে
আইফোন প্রো মডেলে তারা একটি নতুন বাটন সংযোজন করেছে
এই বাটন কে ক্যাপচার বাটন বলে। এই বাটনটি DSLR
Camera Button এর মত কাজ করবে এবং এই বাটন দ্বারা আপনি ক্যামেরার
সম্পূর্ণ সেটিং কন্ট্রোল করতে পারবেন।
Apple intelligence অর্থাৎ এ আই ফিচার্স সংযোজন করা হয়েছে। এছাড়াও ডিসপ্লে এবং বডি পার্ট হাবিজাবি অনেক কিছু আছে এতে কিছু লেখার আমার টাইম নেই -নিচে
iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max Specifications
স্পেসিফিকেশন |
iPhone
16 Pro |
iPhone
16 Pro Max |
ডিসপ্লে
সাইজ |
6.3-inch
OLED সুপার
রেটিনা XDR
Display. |
6.9-inch
LTPO সুপার
রেটিনা XDR
OLED Display. |
Back
ক্যামেরা |
48MP
প্রাইমারি,
12MP
টেলিফটো
ও 48MP
Ultra Wide. |
48MP
প্রাইমারি,
12MP
টেলিফটো
ও 48MP
আলট্রা
ওয়াইড |
ফ্রন্ট
ক্যামেরা/Front
Camera |
12MP
Camera |
12MP
Camera |
প্রসেসর |
Apple
A18 Pro |
Apple
A18 Pro. |
ওএস |
Apple
Intelligence সহ
iOS
18. |
Apple
Intelligence সহ
iOS
18. |
Android>>>ipun
ردحذف